আমাদের মিথ্যাবাদী উত্তম রাজনীতিবিদ

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২২ জুলাই, ২০১৩, ০১:৩২:৫২ দুপুর

মানুষ অসভ্য, অভদ্র, মিথ্যুক, শঠ-দুর্নীতিবাজ তাই মানুষ শ্রেষ্ট। এ কথা বর্তমানের জন্য সত্য। অন্যজীবের কাছে এসব গুনাবলী নেই, তাই তারা শ্রেষ্ট নয়।আল্লাহ তা'য়ালা মানুষ সৃষ্টির সেরা বলেছেন। কারন মানুষের কাছে জ্ঞান আছে। অন্য প্রাণীর দড়ে জ্ঞান নাই। তাই তারা অভদ্র মিথ্যুক শঠ হয় না। সত্য ভদ্র উন্নত সবই স্বভাবিক ও প্রাকৃতিক। সত্য বলার জন্য, সঠিক কাজ করার জন্য জ্ঞান খাঁটাতে হয় না। মিথ্যা বলার জন্য, শঠ ও দূর্নীতির জন্য জ্ঞান খাঁটাতে হয়। কোন মানুষ বাজার থেকে আসছে, আর আপনি তাকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছেন? মানুষটি বললো, বাজার থেকে। এখানে তার জ্ঞান খাঁটাতে হয়নি। যখন মানুষটি চিন্তা করছে, কেন জিজ্ঞেস করছে, তার কোন অসত উদ্দেশ্য নেইতো! কখনো প্রশ্ন করে না আজ কেন!! জ্ঞান খাঁটিয়ে বলে ফেললো, এই তো এদিক থেকে।

এভাবে মানুষ মিথ্যার আশ্রয় নেয়, শঠতার আশ্রয় নেয়, অভদ্রতা ও দূর্নীতির আশ্রয় নেয় তাই বলেকি মানুষ শ্রেষ্ট? নাকি মিথ্যা শঠতা অভদ্রতা ও দূর্নীতির আশ্রয় নেয়ার সুযোগ থাকার পরও না নিয়ে স্বাভাবিক ও প্রাকৃতিক যেটা সত্য সেটা বললে বা করলে মানুষ শ্রেষ্ট হয়? যদি উত্তর দ্বিতয়ি হয় তাহলে মানুষ কেন শ্রেষ্ট নয় না; কথায় কথায় মিথ্যা, কাজেকর্মে ধূর্ততা শঠতার আশ্রয় নেয়। ভাবতে আশ্চার্য লাগে, যে ব্যক্তি কথায় চালাকি, প্রতারণা করে সত্য লুকায়, তাকে আমরা বিলিয়ান্ট বলে অবহিত করি। যে সত্য লুকায় অসত্য মিথ্যা তথ্য দেয় কুটকৌশল ব্যবহার তাকে লক্ষ্য করে বলি রাজনীতিকারী । আমাদের অর্থমন্ত্রী ড. ইউনুসকে ভৎসনা করে বলেল, তিনি একজন রাজনীতিবিদ। বিভিন্ন মন্ত্রীর মুখে শুনি আমরা রাজনৈতিক ভাবে অমুকদের মোকাবিলা করব। অর্থাৎ কুটকৌশল ও অসত্য তথ্য সরবরাহ করে তারা মোকাবিলা করবেন। তাহালে কি উনারা শ্রেষ্ট মানব? নাকি মিথ্যাবাদী উত্তম রাজনীতিবিদ না অন্য কিছু। আপনারা বিচার করুন।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File